পুজো শেষ হলেও পুজোর রেস এখনো কাটেনি। তিন দিন আগে দশমী পেরিয়ে গেলেও মন্ডপে ভিড় কমেনি। নজর কাড়া ভিড় খড়্গপুরের পুজো মণ্ডল গুলিতে। গত দুই অক্টোবর ছিল দশমি। আজ শনিবার চৌঠা অক্টোবর। খড়্গপুরের পুজো মণ্ডপ গুলিতে এখনো ভিড়। আজ রাত্রি প্রায় দশটা নাগাদ খড়্গপুরের বারবেটিয়া সার্বজনীন দুর্গাপূজো মণ্ডপে ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা গেল।