কুলটি ব্লক কংগ্রেসের ডাকে সই সংগ্রহ অভিযান কুলটি স্টেশনে, উপস্থিত ব্লক সভাপতি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি স্টেশনে পাশে আজ সকাল ১১টা থেকে কুলটি ব্লক কংগ্রেসের ডাকে সই সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু হয়। যেখানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেসের ব্লক সভাপতি সুকান্ত দাস তাছাড়া উপস্থিত ছিলেন ইমতিয়াজ খান, বাবু ব্যানার্জী সহ অনেকে। কংগ্রেসের মূলত দাবি কুলটি স্টেশনে অভার ব্রিজ অবিলম্বে তৈরি করতে হবে সহ একাধিক দাবি নিয়ে এই কর্মসূচি করা হচ্ছে। আজক