ট্যাক্স বাকি থাকলেও মিউটেশন হয়ে যাওয়ার ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। মিউটেশন করাতে গেলে সর্বপ্রথম দিতে হবে বকেয়া ট্যাক্স। কিন্তু হুগলি চুঁচুড়া পৌরসভায় ট্যাক্স বাকি থাকলেও হয়ে গিয়েছে মিউটেশন। এই ঘটনার সামনে আসতেই পৌরসভার অন্দরে শুরু হয়েছে গুঞ্জন। যা নিয়ে অস্বস্তিতে পড়েছে হুগলী চুঁচুড়া পৌর কর্তৃপক্ষ।