বৃহস্পতিবার অসমের কোচ রাজবংশী ছাত্র সংগঠন (আকরাশু) র ডাকে বার ঘন্টা ধুবড়ি জেলা বন্ধের ঘটনায় ব্যাপক প্রভাব পড়ে অসম বাংলা সীমান্তের জোরাই মোড় এলাকায়। অসমে অশান্তির জেরে ভিন রাজ্যের শয়ে শয়ে ট্রাক বক্সিরহাট থানার অন্তর্গত জোড়াই মোড় এলাকায় আটকে পড়েছে। নতুন করে অশান্তি ছড়িয়ে পড়তে পারে তার জন্য বসিরহাট থানার পুলিশের তরফে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিন ঘটনাস্থলে পরিদর্শনে আসেন মহকুমা পুলিশ আধিকারিক কান্নে ধারা মনোজ কুমার।