অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের কয়েকদিন পরেই উমা আসছে তার বাপের বাড়িতে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন বনেদি বাড়িতে শুরু হয়েছে উমার আগমনীর প্রস্তুতি। ফলতা ব্লকের অন্তর্গত মালা দেব সরকার বাড়িতে শুরু হয়েছে উমার আগমনীর প্রস্তুতি। ইতিহাস জড়ানো এই দেব সরকার বাড়িতে ২৮১ বছর ধরে পূজিত হয়ে আসছে উমা। এই জমিদার বাড়িতে দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস।