রবিবার ভোর থেকে টানা বৃষ্টিতে কয়েক ঘন্টায় জলমগ্ন কোচবিহার শহর। সকাল আনুমানিক আটটা নাগাদ ১২ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাড়িতে জল ঢুকতে থাকে। নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জারি করেছিল হাওয়া অফিস। উত্তরবঙ্গের আটটি জেলার মধ্যে কোচবিহারে বাড়ি থেকে অতি ভারীর বৃষ্টির পূর্বাভাস যেমন জারি করা হয়েছিল তেমনি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথাও কিন্তু বলা হয়েছিল। সকাল থেকে ক্রমশ বেড়েই চলেছে বৃষ্টি।