This browser does not support the video element.
রানিগঞ্জ: মুখ্যমন্ত্রীর নির্দেশে রানীগঞ্জ ব্লকে জেমেরী পঞ্চায়েতে JK নগরে NEET পরীক্ষায় RANK 1 কে শুভেচ্ছা বিধায়কের
Raniganj, Paschim Bardhaman | Aug 21, 2025
আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসানসোল (দক্ষিণ) বিধানসভার রানীগঞ্জ ব্লকে জেমেরী পঞ্চায়েতে জে কে নগরে সর্বভারতীয় NEET (UG) পরীক্ষায় Rank - 1 স্থানাধিকারী মেধাবী ছাত্র কল্যাণ চট্টোপাধ্যায় কে তাহার বাসভবনে গিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রানীগঞ্জ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয় বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময়।রানীগঞ্জ ব্লকের সাথে সাথে সারা বাংলার গর্ব, আগামীদিনে তার আরো উজ্জ্বল ভবিষ্যৎ জীবন কামনা করিলেন।