মহিলা স্বনির্ভর দলের টাকা আত্মসাৎ করে পলাতক ছিলেন এক দম্পতি। ছয়মাস পর গ্রামে লুকিয়ে সামগ্রী নিতে এসেছিলেন অভিযুক্ত যুবক। গোপন সূত্রে খবর পেয়ে ধরে ফেললেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ আটকে রাখার পর রাতেই পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্তকে। এনিয়ে গ্রামে বিক্ষোভও দেখানো হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম গৌতম সরকার(৩২)। বাড়ি বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে।