This browser does not support the video element.
কাঁকসা: পানাগড়ের রেল পাড়ে কেনেলের পাড় থেকে কয়েক মিনিটের মধ্যে নিরুদ্দেশ হয়ে গেলেন এক ব্যক্তি,ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
Kanksa, Paschim Bardhaman | Sep 9, 2025
মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিরুদ্দেশ হয়ে গেলো এক ব্যক্তি।ওই ব্যক্তির নাম রবীন্দ্র গুপ্তা।বয়স ৪১ বছর।মঙ্গলবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পানাগড়ের রেল পাড় সংলগ্ন মেন ক্যেনেলে এলাকায়।খবর পেয়ে স্থানীয়রা এলাকায় ভিড় জমান তাকে খোঁজার জন্য।খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছায়।স্থানীয় বাসিন্দা তথা কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য গৌতম বাউড়ি জানিয়েছেন,ওই ব্যক্তি দু চোখে দেখতে পেতেন না।পারার লোকেরাই তাকে দেখাশোনা করতো।