হাড়োয়া ব্লক ২ এর অন্তর্গত শালিপুর অঞ্চলের শালিপুর গ্রাম পঞ্চায়েত এর উদ্যোগে সোমবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কাঁকুড়িয়া এফ পি স্কুলে ৪০,৪১, ৪২ এই তিনটি বুথ নিয়ে আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাড়োয়া ব্লকের জয়েন্ট বিডিও অনিমেষ পাল, হাড়োয়া পঞ্চায়ত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্যা,হাড়োয়া পঞ্চায়েত সমিতির সদস্যা খাদিজা বিবি, শালিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরদৌউসি খাতুন বিবি,শালিপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান