পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে কংগ্রেসের নন্দীগ্রাম-১ব্লক কমিটির উদ্যোগে প্রদেশ কংগ্রেস দপ্তরে নেতৃত্বের ছবিতে BJP কালি মাখিয়েছে এই অভিযোগে আজ নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল করলো। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক মিলন প্রধান, জেলা সভাপতি কল্যাণ রায়, ব্লকের সভাপতি আশরাফুল তুল্লা,বিধানসভার কনভেনার ওয়াসিম আক্রাম,ত্বরিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বগন।এই বিক্ষোভ মিছিল নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে শুরু করে নন্দীগ্রাম থানা মোড় পর্যন্ত যায় বলে দলীয় সূত্রে জান