দশমীতে মহাবিপর্যয় কলকাতায়, দুঃসংবাদ শোনাল আবহাওয়া দফতর। পুজোয় সবকটা দিন বৃষ্টি হবে। তবে মহা দুর্যোগ শুরু হবে দশমীর দিন। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, এবং নদিয়া জেলায় অল্প সময়ে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা। শনিবার দুপুর তিনটে নাগাদ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে। আরো জানা যায় যে, বর্তমানে যে নিম্নচাপটি ঘনীভূত হচ্ছে সেটি পঞ্চমীর দিনই অতি ভারী নিম্নচাপে পরিণত হবে।