পুলিশি হেনস্থার প্রতিবাদে ইসলামপুর থানায় ডেপুটেশন অভয়া মঞ্চের* অভয়া আন্দোলনের প্রতিবাদী মুখরা কলকাতায় পুলিশি হেরস্থার সম্মুখীন। এমনি অভিযোগ তুলে বুধবার দুপুর দুটোর সময় ইসলামপুরে আন্দোলনে সামিল হলো ইসলামপুর অভয়া মঞ্চ। এই ধরনের ঘটনা রুখতে বুধবার ইসলামপুর থানায় ডেপুটেশন প্রদান করা হলো সংগঠনের পক্ষ থেকে। আন্দোলনকারীরা জানান, অভয়া মঞ্চ হলো এমন একটি মঞ্চ যে মঞ্চ প্রতিবাদ করতে জানে। প্রতিবাদের ভাষা তাদের আছে। এই মঞ্চে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছ