যোগীরাজ্য উওর প্রদেশের প্রয়াগ রাজ থেকে থেকে শিক্ষকতার পরীক্ষা দিতে এলেন বহু ছেলে মেয়ে পুরুলিয়ায়। আজ পরীক্ষা রয়েছে তাদের। শহরের বিভিন্ন স্কুল সহ জেলার বিভিন্ন প্রান্তে। তাদের কাছ থেকে জানা গিয়েছে কম-বেশি ১০০ জনেরও বেশি পরীক্ষার্থী পুরুলিয়া এসেছে। যোগীর রাজ্য থেকে পুরুলিয়া শহরের চক বাজারে অবস্থিত শক্তি সংঘ ধর্মশালাতে তারা পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে গিয়ে জানালেন শিক্ষক কতার চাকরির পরীক্ষা দিতে তারা পুরুলিয়ায় এসেছে।