ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা সরকারি আবাসনের চারতলার একটি আবাসনে উঠে পড়েছিল একটি পথকুকুর। নামতে না পেরে নিচে ঝাঁপ দিলে সামনের দুটি পা ভেঙে যায় পথ কুকুরের। শুক্রবার দুপুরে রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে পথ পুকুরে চিকিৎসা করালেন সরকারি আবাসনের আবাসিকরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে চারতলার একটি আবাসনের ছাদ থেকে নিচে ঝাঁপ দিলে সামনের দুটি পা ভেঙে যায় পথ কুকুরটির। ওই দিনেই আবাসনের আবাসিকরা প্রাথমিক চিকিৎসা করেন।