বামনহাটে পাচারের আগেই বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ম্যাজিক গাড়ি। বুধবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বামনহাট-চৌধুরীহাট রাজ্য সড়কের পাশে অবস্থিত হরিরপাট এলাকায় সাহেবগঞ্জ থানার নাকা চেকিংয়ে আটক করা হয় একটি ম্যাজিক গাড়ি। পুলিশ দেখেই গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক ও খালাসী। এরপর দিনহাটা দুই নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে তল্লাশি চালানো হয় গাড়িটিতে। তল্লাশি চালাতে গিয়ে পাওয়া যায় প্রায় ৪২ কেজি গাঁজা ভর্তি তিনটি