মুর্শিদাবাদের লালগোলা ব্লকের কালিনগর প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন পদ্মা ভাঙনে ক্ষতিগ্রস্ত বহু পরিবার। আজ শুক্রবার সকাল প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ সেখানে উপস্থিত হয়ে তাঁদের পাশে দাঁড়ালেন লালগোলার বিশিষ্ট সমাজসেবী আমানুল্লাহ হেলালী। তিনি প্রায় পঞ্চাশেরও বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তরিতরকারি, সয়াবিনসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এই সহায়তায় ভরসা ফিরে পেল ভাঙন কবলিত মানুষগুলো।