ডোমকলে পাটকাঠিতে আগুন, অল্পের জন্য রক্ষা বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের রঘুনাথপুর মোড়ে শুক্রবার দুপুরে এক বাড়িতে পাটকাঠির গাদায় আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গেছে, রান্নার উনুন এর আগুন থেকেই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাটকাঠিতে। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে আসে দমকলের একটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বড়সড় ক্ষতি না হলেও ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।