কয়েক দিনের টানা বৃষ্টিতে প্রায় ১৫ দিন জলমগ্ন হয়ে পড়েছে পটাশপুর ২ব্লকের একাধিক এলাকা।খাড় পঞ্চায়েতের গঙ্গাসাগর ও গিরশা গ্রামের প্রায় পাঁচশত বিঘা জমির আমন চাষের বীজতলা জলের তলায় চলে গিয়েছে।যার ফলে এলাকার শতাধিক কৃষক সমস্যায় পড়েছেন। চাষবাস করেই তাঁদের সংসার চলে।কিন্তু চাষের বীজতলা জলের তলায় চলে যাওয়ায় মাথায় হাত তাঁদের।