গত বছরের থেকে এবারে বেড়েছে অনুদানের পরিমাণ।ওই পরিমাণ বেড়ে হয়েছে এক লক্ষ ১০ হাজার টাকা। রাজ্যের বহু পুজো কমিটিকে এই বিশাল অঙ্কের অনুদান দিচ্ছে রাজ্য সরকার। অভিযোগ, সমস্ত কাগজ পত্র থাকা সত্ত্বেও অনুদান পায়নি ফালাকাটা ব্লকের পূর্ব হেদায়েত নগরের রায় পাড়া দুর্গোৎসব কমিটি। সমস্ত কাগজ থাকা সত্তেও এবছর কেন দেওয়া হল না অনুদান? এ প্রশ্ন তুলেই এদিন প্রতিবাদে সোচ্চার হলেন ওই পুজো কমিটির সদস্যরা।