টোটো চালিয়ে বাড়ি ফিরে স্ত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ দেখতে পেলো স্বামী, এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের উত্তর মৌজগা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠালো তারা। মৃত গৃহবধুর নাম জুলি কুমারী, বয়েস আনুমানিক ২১ বছর, বাড়ি রায়গঞ্জের উত্তর মৌজগায়। পরিবারের দাবী সোমবার সকালে স্বাভাবিক ভাবেই রান্না করে স্বামীকে খাবার খাইয়ে কাজে পাঠিয়েছিল সে। স্বামী দুপুরে বাড়ি ফিরে ঘরে স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখে