সারা ভারত কৃষক সেবা বলছি তুই ব্লক কমিটির নবম সম্মেলন কমরেড দুর্গাপদ ঘোষ ও রাম চক্রবর্তী মঞ্চ খানো গ্রামে অনুষ্ঠিত হল রবিবার বেলা ১২ টায়। সম্মেলনের শুরুতেই পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান অনুষ্ঠিত হয়। কতটা উত্তোলন করে ব্লক কমিটির সভাপতি কমরেড নাড়ুগোপাল রস এবং শহীদ বেদীতে মাল্যদান করেন জেলা সম্পাদক মন্ডলী সদস্য কমরেড মির্জা আক্তার আলী হারাধন ঘোষ কমরেড কাজী জাফর আলী কমরেড বাসুদেব মাঝি বিজ্ঞান আন্দোলনের নেতা মোঃ জিকরিয়া