এস আই আর শুরুর আগেই বি এল ও তালিকা নিয়ে সরগরম মালদহ। চুক্তিভিত্তিক শিক্ষক, পার্শ্বশিক্ষক, অঙ্গনওয়ারী কর্মীদের বি এল ও তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। তাঁদের দাবি, এতে ভোটার তালিকা সংশোধনের কাজ স্বচ্ছভাবে হবে না। বরং রাজনৈতিক মদতপুষ্ট তালিকা তৈরি জন্যই এমন করা হচ্ছে।