This browser does not support the video element.
বিশালগড়: স্ত্রীর হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী, ঘটনা বিশ্রামগঞ্জ রাজকুমার পাড়া
Bishalgarh, Sepahijala | Sep 3, 2025
স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী রাহুল দেববর্মা। রাহুল দেববর্মা কে বুধবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে বিশ্রামগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা করেছে মৃত গৃহবধুর বড় ভাই অমৃত দেববর্মা। বিশ্রামগঞ্জ থানার মামলা নম্বর 19 আন্ডার সেকশন ৮৫/১০৮ বিএনএস।পুরো ঘটনা তদন্ত চলছে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ওসি।