দীর্ঘ ৯ বছর পর এসএসসি পরীক্ষার নির্বিঘ্নে সম্পন্ন হল পূর্ব মেদিনীপুর জেলায় |জেলাতে মোট ৩৫টি পরীক্ষা কেন্দ্রে নির্বিনে সম্পন্ন হয় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এই পরীক্ষা শুরু হয় দুপুর বারোটায় শেষ হয় দেড়টাতে জেলায় তে মোট পরীক্ষার্থী ছিল ২১২৫৫, দশম শ্রেণীর স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রতিটি সেন্টারে কড়া নিরাপত্তা রাখা হয়েছিল,প্রতিটি সেন্টারেই দুজন করে সশস্ত্র পুলিশ কর্মী রাখা ছিল প্রত্যেকটি পরীক্ষার্থীকে চেক করে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি