পুজোর আগে মাথায় হাত পূর্বস্থলী দু'নম্বর ব্লকের সটডাঙ্গা, ধীতপুর, বিশ্বরম্ভা এলাকার সবজি চাষীদের। গত পরশুদিন রাতে টানা বৃষ্টি, পাশাপাশি কাল রাতে হয়েছে বৃষ্টিপাত। আর যার জেরে ভাসছে পটল, ওল, বরবটি সহ বিভিন্ন সবজির জমি। ইতিমধ্যেই ফুলকপি বাঁধাকপির জমি জলের তলায়। এই সমস্ত সবজি পুজোয় লাভের মুখ দেখাতো কৃষকদের। এই বৃষ্টিতে মাথায় হাত পড়েছে এই এলাকার চাষীদের। শনিবার স্থানীয় এলাকার চাষীরা জানান যেভাবে পটলের জমিতে জল দাঁড়িয়ে আছে, সমস্ত পটলের গোড়া পচে যাবে।