আসন্ন দুর্গাপূজা নিয়ে একাধিক উদ্যোগ নিচ্ছে কালচিনি ব্লক প্রশাসন। মঙ্গলবার বিকেল চারটা নাগাদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কালচিনি বিডিও মিঠুন মজুমদার জানান ইতিমধ্যে সমস্ত দুর্গাপূজো কমিটিদের নিয়ে বৈঠক করা হয়েছে। প্রত্যেকটি পূজা কমিটি কে বলা হয়েছে যে তারা নতুনত্ব চিন্তা ধারা নিয়ে পুজো মণ্ডপ গুলোকে সজায় এবং ইকো ফ্রেন্ডলি ও সোশ্যাল-এর কিছু বার্তা সেগুলো যেতে দিতে পারে তাহলে খুবই ভালো হয়। বিডিও জানানে এ বছরও ভালো পুজো কমিটিকে আমরা পুরস্কারও তুলে দেব।