প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ১১তম প্রতিষ্ঠা দিবস এ বছর এক অনন্য মাত্রা পেল। শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব দিয়ে শনিবার দুপুরে ঝাড়গ্রামের সেবায়তন কল্যাণ কেন্দ্রের মূক ও বধির ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সেবামূলক কর্মসূচি পালন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিশুদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের বক্তব্যে উঠে আসে, শিশুদের মুখের হাসিই আজকের সবচেয়ে বড় প্রাপ্তি।