রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ নিউ টাউন মোড় সংলগ্ন তৃণমূল জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের জেলা সভাপতি বলেন দক্ষিণ বিধানসভা কেন্দ্র ের ৯ টি অঞ্চলের 174 টি বুথ। সবগুলো বুথ কে ডেকে ডেকে বুথ কমিটি পুনর্গঠন করা হচ্ছে এবং যেখানে যেমন ভাবে রদবদল প্রয়োজন সেভাবে রদবদল করা হচ্ছে। মূলত উনিশে কি ফলাফল ছিল এবং ২৪ এ কি ফলাফল হয়েছে সেই সমস্ত বিষয়ের উপর নজর রেখেই এগুলো করা হচ্ছে। মূলত ২৬ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই ঘর সাজাতে ব্যস্ত