খিদিরপুরে যুব কংগ্রেসের প্রতিবাদ সভা। মূলত গতকাল কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে বিজেপির 'হামলা'র তীব্র প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়। বিজেপি নেতা রাকেশ সিংয়ের নেতৃত্বে বিধান ভবনের বাইরে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ ওঠে। আগুন লাগিয়ে দেওয়া হয় কংগ্রেসের পতাকায়। রাহুল গান্ধীর পোস্টারে কালি ছেটানো হয়। দপ্তরে থাকা ব্যানার পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে।