বেহাল ধুমপাড়া হাসপাতাল পেলো নতুন ভবন। বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ ধুমপাড়া হাসপাতালের প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন গ্রামবাসী থেকে শুরু করে রাজনৈতিক নেতারা। পাশাপাশি সকলকেই মিষ্টিমুখ করানো হয়।এমনি খুশিতে লাড্ডু বিতরণ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। গত বুধবার জলপাইগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হাসপাতালের নতুন ভবনের কাজের শিল্যানাস করে গিয়েছেন।