Download Now Banner

This browser does not support the video element.

কুমারগ্রাম: তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি পদে দায়িত্ব পেলেন সুদয় নার্জিনারি

Kumargram, Alipurduar | Aug 26, 2025
মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি পদে দায়িত্ব পেলেন সুদয় নার্জিনারি। এর আগে তিনি দলের খোয়ারডাঙা-১ নম্বর অঞ্চল সভাপতি পদে ছিলেন। নতুন দায়িত্ব পাওয়ার পর এদিন টেলিফোনে সুদয় নার্জিনারি বলেন, '২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে কুমারগ্রাম ব্লকে দলকে আরও শক্তিশালী করতে উদ্যোগ নেব। দলের রাজ্য ও জেলা নেতৃত্বের নির্দেশ অনুসারে কাজ করব।' উল্লেখ্য, মঙ্গলবার তৃণমূলের তরফে আলিপুরদুয়ার জেলার অন্তর্গত দলীয় ব্লক সভাপতিদের নাম প্রকাশ করা হয়।
Read More News
T & CPrivacy PolicyContact Us