খোয়াই শহরে জাঁকজমকপূর্ণভাবে রাধানগর স্ট্যান্ডে উদ্বোধন হয়ে গেল করক চা খোয়াই শাখার এদিন সন্ধ্যা ৭টা নাগাদ উদ্বোধন হয় করক চা খোয়াই শাখার। খোয়াই জেলা পরিষদের সদস্য অনুকূল চন্দ্র দাসের হাত ধরে উদ্বোধন হয় করক চায়ের। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব অনিমেষ নাগ থেকে শুরু করে এর কর্ণধার সজল দেব(মিঠু) সহ অন্যান্যরা।