শহর বর্ধমানের বড় নীলপুর সুকান্ত পল্লী এলাকায় গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। মৃতের নাম পঞ্চানন বন্দ্যোপাধ্যায় (৫৫) মৃতের স্ত্রী জানিয়েছেন দুবার ব্রেন স্ট্রোক হয়ে যাওয়ার পর তিনি মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন আর সেই মানসিক অবসাদে গতকাল বিকেলে গলায় গামছার ফাঁস লাগিয়ে ঘরের মধ্যে ঝুলতে থাকে। স্থানীয় মানুষজন ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে তাকে Bmch এ নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।