করিমপুর ২ নম্বর ব্লকের অধীন নদীডাঙ্গা ২ নম্বর পঞ্চায়েতে ওই পঞ্চায়েতের নির্দলের প্রধানসহ ওই পঞ্চায়েতের নজন সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন আজ আনুমানিক বিকেল চারটের দিকে কৃষ্ণনগরের সংসদ মহুয়া মৈত্রের ও আবু তাহের খান ও করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের উপস্থিতিতে. ওই নির্দল প্রধান বলেন যে মমতা ব্যানার্জি সরকারের উন্নয়ন দেখে তিনি যোগদান করেছেন