খাঁকি পোশাকে ভুও পুলিশ সেজে তোলাবাজির অভিযোগে পোলবার সুগন্ধা এলাকা থেকে গ্রেপ্তার ২। ধৃতদের আজ বুধবার বেলা বারোটা নাগাদ পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে চুঁচুড়া আদালতে পাঠালো পোলবা থানার পুলিশ। এদিন হুগলি জেলা পুলিশ গ্রামীণের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্শি এক সাংবাদিক বৈঠক করে জানান ধৃতদের নাম সৌম্যদীপ সাঁতরা, বয়স ২৮ বছর বাড়ি বলাগড় থানার কুন্তীঘাট এলাকায় এবং প্রতাপ ঘোষ বয়স ৩৬ বছর বাড়িতে মগরার তালান্ডুর মালিপাড়া,,