ভাই ও দিদির মধ্যে মোবাইল নিয়ে ঝগড়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন দিদি। ঘটনাটি ঘটে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের ভাতিরডাঙ্গা শালবাড়ি টোল এলাকায়। ঘটনা সূত্রে জানা যায় এদিন ফাঁকা বাড়িতে ভাই ও দিদির মধ্যে মোবাইল ফোন নিয়ে ঝগড়া বাঁধে। ছোট ভাই দিদিকে মোবাইল ফোন না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে ওই কিশোরী।পরে শোবার ঘরে ওই কিশোরীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাঁর ছোট ভাই। ভাইয়ের চিৎকার শুনে জড়ো হন প্রতিবেশীরা।