ফেলো কড়ি, মাখো তেল' এই প্রবাদ বাক্যকে অনুসরণ করে রীতিমতো রমরমিয়ে চলছিল মানকরে লজ ভাড়া দেওয়ার ব্যবসা। প্রায় দশ বছর আগে মানকরে সরকারি কলেজের সীমানা পাঁচিলের ধারে গড়ে ওঠে বিয়ে বাড়ি এবং বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়ার জন্য একটি লজ। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয়রা জানিয়েছেন,গত কয়েক মাস ধরে লজের মালিক মৃত্যুঞ্জয় গড়াই সেখানে রুম ভাড়া দেওয়া শুরু করেছে।মাত্র ৫০০ টাকায় যে কেউ সেখানে অনায়াসেই রুম ভাড়া নিয়ে সময় কাটাতে পারবে। লাগে না বৈধ কাগজ।