এখনো পৃথিবীতে অনেক সৎ মানুষ আছে, সেই রকম ছবি দেখা গেল ভাতার ব্লক হসপিটালে।এক আয়া ব্যাগ ভর্তি টাকা ও মোবাইল ফোন কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিক কে ফিরিয়ে দিল বৃহস্পতিবার দুটো কুড়ি মিনিটে। সততার নজির। আজ অর্থাৎ বৃহস্পতিবার ভাতার ব্লক হসপিটাল এর বেঞ্চির ওপর পড়ে রয়েছে একটি ব্যাগ। ভাতার হসপিটালের এক বেসরকারি আয়া নবীনা হাজরা সে দেখতে পায়। ব্যাগটি কুড়িয়ে সে হসপিটালের নার্সদের দেয়। নার্সরা দেখেন ব্যাগের মধ্যে রয়েছে চার হাজার টাকা ও ফোন।