হলদিয়া মহকুমা হাসপাতালে আইসোলেশন ওয়াড় ও র্বান ওয়াড় উদ্বোধন। সোমবার বিকাল তিনটা নাগাদ উদ্বোধন হয়। প্রায় আট কোটি টাকা ব্যায়ে হলদিয়া রিফাইনারি তৈরি করে দেয়। তার উদ্বোধন হলো সোমবার। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়, হলদিয়া রিফানারি E.D অতনু সান্ডাল সহ অন্যান্যরা।