মুর্শিদাবাদ: পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর ফের জেগে উঠল ঐতিহ্যবাহী বেড়া উৎসব। ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার ভাগীরথীর বুকে আয়োজিত এই উৎসবকে ঘিরে আলোকোজ্জ্বল হয়ে ওঠে গোটা মুর্শিদাবাদ। ইসলামী মতে জলদেবতা খাজা খিজির পিরের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে বেড়া ভাসানোর এই প্রথা। কলাগাছের ভেলা ও বাঁশ দিয়ে তৈরি সুদৃশ্য বেড়াগুলিতে রঙিন কাগজ, অভ্র, রাংতা দিয়ে তৈরি হয় তোরণ, মিনার ও গম্বুজ। নৌকার আদলে বানানো এই বেড়ার এক প্রান্তে কুমিরের