বাগমা বিধানসভার টেপানিয়া ব্লকের অধীন গোপীচৌমুনি ৪ নং বুথে একটি শোচালয় করা হচ্ছে, যা একদম নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।কাজের তদন্তকারী ইঞ্জিনিয়ার শিব শংকর বর্মন যিনি টেপানিয়া ব্লকে কর্মরত আছেন। এলাকাবাসী যখন ইঞ্জিনিয়ার কাজ করাতে আসে তখন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেসা কড়া হয় এই জায়গাগুলো আবার কেন প্লাস্টার করা হচ্ছে, সম্পূর্ণ প্লাস্টার করার কথা বললে ইঞ্জিনিয়ার বলে কাজ এতটুকুই হবে, যখন কাজ করাতে বাধা দেয় তখন উনি বলে ব্লকের ভাইস চেয়ারম্যান জানে।