মানবাজার-২ নম্বর ব্লকের বোরো থানার অন্তর্ভুক্ত বড়গড়িয়া হাইস্কুলে ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হলো না অভিযুক্ত,তীব্র আন্দোলনের হুঁশিয়ারির ডাক ভারত জাকাত মাঝি পারগনা মহলের জেলা পারগনার।শনিবার বেলা ১২ টা নাগাদ বোরোর কুমারী এলাকা থেকে তিনি এমনই মন্তব্য করেন। রতনলাল হাঁসদা জানান আগামী ২৩ তারিখ এর মধ্যে অভিযুক্ত ঐ শিক্ষককে গ্রেফতার না করা হলে ধর্নায় বসার ও হুঁশিয়ারি দেন তিনি।