চারাগাছ কাপড়ের ভাঁজ করা খামে পলিসিটের টবে দেশের বিভিন্ন রাজ্যে পাঠিয়ে স্থানীয় মহিলাদের স্বনির্ভর করছেন শাকদহের বকুলবাবু, ফুলসহ বিভিন্ন গাছের চারা কাপড়ের সেলাই করা খামে করে এবং পলিসিটের টবে চারাগাছ গুলি ভারতীয় পোস্ট অফিস দ্বারা ভারতের বিভিন্ন রাজ্যে প্রেরণ করে কৃষ্ণগঞ্জ ব্লকের শাকদহের বকুলবাবু স্থানীয় দুঃস্থ মহিলাদের স্বনির্ভর করছেন এবং আয় সুনিশ্চিত করছেন আর এই বিষয়ে আজ বিকেল ৫ টা নাগাদ স্থানীয় এক মহিলা কারিগর ও বকুলবাবু আমাদের ক্যামেরার সামনে কি জ