মুর্শিদাবাদবাসী দীর্ঘ কয়েক দশক জমি জটের কারণে আটকে ছিল আজিমগঞ্জ-নসিপুর রেল ব্রিজ। অবশেষে সেই জট কাটে ২০২৩ সালে। ২০২৪ সালের ২রা মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষ্ণনগর থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন নসিপুর লাইন। একই বছরের অক্টোবরে চালু হয় আজিমগঞ্জ-কৃষ্ণনগর প্যাসেঞ্জার ও আজিমগঞ্জ-কাশেম বাজার মেমু ট্রেন। তবে সেখানেই থেমে যায় অগ্রগতি। কয়েক মাস বন্ধ থাকার পর ২০২৫ সালের ২০শে জুন নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে চলাচল শুরু করে হামসাফার এক্সপ্রেস। কিন্তু স্থানীয