বুধবার বারবিশার লস্করপাড়ার সুভাষপল্লি এলাকায় তৃণমূল কংগ্রেসের পথসভা অনুষ্ঠিত হল। পথসভায় উপস্থিত ছিলেন দলের ভল্কা-বারবিশা ১ অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস, অঞ্চল চেয়ারম্যান প্রদীপকুমার দাস, টিএমসিপি'র ব্লক সভাপতি বিকি দাস সহ অন্যরা। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন দলের নেতৃত্ব। এছাড়াও 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচি নিয়ে সাধারণ মানুষকে অবগত করা হয়েছে।