গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী কিশোরী ঘটনা পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত দুবড়া গ্রাম পঞ্চায়েতের কিনিসায়ের গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত কিশোরীর নাম তামান্না খাতুন,বয়েস ১৫ বাড়ি পাড়া থানার কিনিসায়ের গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকাল ৯ টা নাগাদ তার বাড়িতেই গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় তাকে। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।