বাণিজ্য নগরী মুম্বাইয়ের পাশাপাশি গণেশ পূজার প্রচলন বৃদ্ধি পাচ্ছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে এবার গণেশ পুজোয় দেখা যাচ্ছে থীমের ছোঁয়া। ঝাড়গ্রাম শহরের লোকাল বোর্ডে লোকাল বোর্ড মার্কেট কমিটির গণেশ পূজো এই বছর ১৯ তম বর্ষে পদার্পণ করেছে। এই বছর তাদের পুজোর থিম কেদারনাথ মন্দির। প্রতিমা তো রয়েছে বিশেষ চমক দশ ফুট উচ্চতর গণেশ। বুধবার বিকেলে গণেশ পুজো উপলক্ষে মেতে উঠেন উদ্যোক্তা থেকে শুরু করে স্থানীয় মানুষজন।