Basanti, South Twenty Four Parganas | Aug 29, 2025
বাসন্তীতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক নাবালিকা তদন্তে বাসন্তী থানার পুলিশ, বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা ভরতগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় যশোদা বিদ্যাপীঠ হাই স্কুল ছাত্রী,গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল, স্থানীয় খবর প্রেমের সম্পর্ক জেরে এই ঘটনা না এ নে পড়তে অন্য কোন কারণ রয়েছে,নাবালিকার বয়স অনুমানিক ১৬ বছর,শুক্রবার সকাল ৮ টার সময় বাসন্তী গ্রামীণ হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে,ময়নাতদন্তে পাঠিয়েছে ওই নাবালিকার মৃতদেহ বাসন্তী থানার পুলিশ।