হাওড়ার উদয়নারায়নপুর বিধানসভায় অনুষ্ঠিত হলো BLA-2 ও বুথ কমিটির বিশেষ সাংগঠনিক বৈঠক. বুধবার আনুমানিক বিকেল চারটে ত্রিশ নাগাদ উদয়নারায়ণপুরে এই BLA-2 ও বুথ কমিটির সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সাধারণ সম্পাদক রমেশ সাধুখা মহাশয় এছাড়ো উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব ও উদয়নারায়ণপুর বিধানসভার বিভিন্ন মন্ডলের কর্মকর্তারা